মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০১০

নাতনি না পত্নি? (পার্ট-২) Nov 06, 2010

রাত তখন বারোটা বাজতে একটু বাকী। বসবার ঘরের টিভিতে ডিভিডি চালিয়ে তিন্নি একটি ছবি দেখছিল। দাদু কোনদিনই খুব তাড়াতাড়ি ঘুমোন না, তাই তিনি একটি বই পড়ার ফাঁকে ফাঁকে আড়চোখে টিভির দিকে তাকিয়ে দেখছিলেন।
ছবিটি একটি ফ্রেঞ্চ সিনেমা। নাম ইর্‌রিভার্সিব্‌ল্‌। ছবিটি কয়েকদিন আগে নিজের ল্যাপটপে চালিয়ে লুকিয়ে লুকিয়ে দেখেছে তিন্নি। তার স্কুলের এক বান্ধবীই তাকে ছবিটি দেয়। দেওয়ার সময় বলেছিল, লুকিয়ে লুকিয়ে দেখিস কিন্তু! অনেক সিন আছে। এক্কেবারে ন্যাংটো বলেই খিল খিল করে বাচ্চা মেয়ের মতো দুষ্টুমির হাসি হেসে ফেলেছিল তার বান্ধবী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন